Ridge Bangla

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই মর্মে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শোকবার্তায় ওয়াং ই বলেন, “ঢাকায় বাংলাদেশের একটি সামরিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে—এ খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের পরিবার ও স্বজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

এদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরার এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৬৫ জন।

আরো পড়ুন