রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (F-7 BGI) মডেলের প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করেছিল বলে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে কলেজ চত্বর। মুহূর্তেই আকাশে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। আতঙ্কিত হয়ে শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান, তারা দুপুর ১টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয় এবং আরও দুটি ইউনিট রওনা দেয়।
দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আকাশে ধোঁয়ার কুণ্ডলী, এবং আহতদের সেনাবাহিনীর গাড়িতে উঠিয়ে নেওয়ার দৃশ্য দেখা গেছে। একইসঙ্গে অভিভাবকদের ভিড় ও উদ্বিগ্ন ছোটাছুটিও লক্ষ করা গেছে।
তবে এই ঘটনায় এখনো হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে কর্তৃপক্ষ।