Ridge Bangla

উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ৫ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজসংলগ্ন মাঠে বিমান বিধ্বস্ত হয়ে পুড়ে যাওয়া পাঁচজন নিহতের পরিচয় ফরেনসিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান।

তিনি জানান, নিহতদের মরদেহ এতটাই পুড়ে গিয়েছিল যে তাদের পরিচয় স্বাভাবিক উপায়ে নিশ্চিত করা সম্ভব হয়নি। এজন্য প্রত্যেকের পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক ডিএনএ ল্যাবে পরীক্ষা চালানো হয়। পরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্টভাবে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং সেই তালিকা নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, এ শনাক্তকরণের ফলে নিহতদের দাফন-কাফনের প্রক্রিয়া সহজ হবে। তারা আরও জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। বিমানের ব্ল্যাক বক্সসহ প্রয়োজনীয় আলামত পরীক্ষা করে দ্রুত চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে মাইলস্টোন কলেজের পাশের মাঠে একটি হালকা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলটসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায় এবং নিহতদের পরিবার সঠিক তদন্ত ও দায়ীদের বিচার দাবি করে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন