রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭১ জনের বেশি আহত অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষক।
বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী আহত ও নিহতের চিত্র নিম্নরূপ:
-
কুয়েত মৈত্রী হাসপাতাল: ৮ জন চিকিৎসাধীন, মৃত্যু নেই।
-
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ৪৬ জন চিকিৎসাধীন, মৃত্যু ১০ জন।
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ৩ জন চিকিৎসাধীন, মৃত্যু ১ জন।
-
সিএমএইচ-ঢাকা: ২৮ জন চিকিৎসাধীন, মৃত্যু ১৬ জন।
-
লুবনা জেনারেল হাসপাতাল (উত্তরা): ১৩ জন চিকিৎসাধীন, মৃত্যু ২ জন।
-
উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন চিকিৎসাধীন, মৃত্যু ১ জন।
-
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ১ জন চিকিৎসাধীন, মৃত্যু নেই।
-
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: ১ জন চিকিৎসাধীন।
-
ইউনাইটেড হাসপাতাল: ২ জন চিকিৎসাধীন, মৃত্যু ১ জন।
-
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ৩ জন চিকিৎসাধীন, মৃত্যু নেই।
ঘটনার দিন সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের পাশে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ড ঘটে এবং তা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। দুর্ঘটনার পর থেকে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে।