ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়ে চিকিৎসাধীন আছেন অন্তত ১৭১ জন। সোমবার (২১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় আহত ও নিহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতওয়ার ভিত্তিতে অবস্থান সংক্ষিপ্তভাবে নিম্নরূপ:
-
কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, মৃত্যু নেই
-
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: আহত ৭০, মৃত্যু ২
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, মৃত্যু ১
-
সিএমএইচ ঢাকা: আহত ১৭, মৃত্যু ১২
-
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১, মৃত্যু ২
-
লুবনা জেনারেল হাসপাতাল: আহত ১১, মৃত্যু ২
-
উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, মৃত্যু ১
-
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ভর্তি ১, মৃত্যু নেই
সরকার জানিয়েছে, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন। নিহতদের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, যা উড্ডয়নের ১২ মিনিট পরই আছড়ে পড়ে আগুন ধরে যায়। ঘটনাটি দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।