Ridge Bangla

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) রাতে এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, “এই দুর্ঘটনায় বিমানবাহিনীর সদস্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সমগ্র জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত।”

প্রধান উপদেষ্টা আরও জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি সংশ্লিষ্ট হাসপাতাল ও প্রশাসনকে সর্বোচ্চ চিকিৎসা এবং সহযোগিতা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আইএসপিআর জানিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতদের অনেকেই শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন