রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার দিয়াবাড়িতে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বিমানটি মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদের ওপর বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে আগুন ধরে যায়। খবর পেয়ে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে মোট ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, বেলা দেড়টার দিকে আমরা খবর পাই উত্তরার দিয়াবাড়িতে বিমানটি পড়ে গেছে। কলেজের ক্যান্টিনের ছাদে পড়ে ব্যাপক ক্ষতি হয়। এখনো হতাহতের সঠিক সংখ্যা জানানো সম্ভব হয়নি। উদ্ধারকাজ শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।
প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা তদারকি করছেন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।