Ridge Bangla

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির নিহত হয়েছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। মর্মান্তিক এই দুর্ঘটনা সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাস এলাকায় ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ চত্বরে বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি হঠাৎ আকাশ থেকে বিকট শব্দে নিচে নেমে আসে এবং কলেজের মাঠে সজোরে আছড়ে পড়ে। মুহূর্তেই চারপাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যার ফলে শিক্ষার্থী ও কলেজের স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন