ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফিরে এসেছে। শুক্রবার (২৭ জুন) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় ফ্লাইট বিজি ৫৮৪-তে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন। সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমানটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট ছিল। উড্ডয়নের পর মাত্র ২,৫০০ ফিট উচ্চতায় পৌঁছানোর পর ইঞ্জিন-সংক্রান্ত সমস্যা ধরা পড়ে। ক্যাপ্টেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে ঢাকায় ফিরে আসেন। বিমানটি সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে এবং ৮টা ৫৯ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। পরে এটিকে ১৪ নম্বর বে-তে পার্ক করা হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. মাহমুদুল হাসান মাসুম জানান, যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদ আছেন। প্রাথমিকভাবে বার্ড স্ট্রাইকের সম্ভাবনা মাথায় রেখে রানওয়ে পরীক্ষা করা হলেও কোনো পাখি বা বস্তু পাওয়া যায়নি।
কারিগরি ত্রুটি চিহ্নিত করতে বিমানের সংশ্লিষ্ট টিম কাজ শুরু করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের বিকল্প ব্যবস্থার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ, যাতে গন্তব্যে পৌঁছাতে সমস্যা না হয়।