Ridge Bangla

উখিয়ায় রোহিঙ্গা যুবক আটক, ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্প-১৬ এর এ/২ ব্লকের একটি ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম সৈয়দুল আমিন (৩০)। তিনি এফডিএমএন সদস্য। এ সময় তার শ্যালক সালাম শাহ (২৫) ও শফিউল্লাহ (৩০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিন স্বীকার করে, তারা তিনজন মিলে একটি কালো ট্রাংকে করে ইয়াবার চালান এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। পরে তার দেখানো মতে ট্রাংক থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে এপিবিএন সূত্রে জানা গেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন