Ridge Bangla

উইজ খালিফার ‘কাশ অরেঞ্জ জুস ২’

২০১০ সালে উইজ খালিফা তার ব্রেকআউট মিক্সটেপ “কাশ অরেঞ্জ জুস” প্রকাশ করেন। পিটসবার্গের এই সহজ-সরল র‍্যাপার সেই সময় স্টাইলিশ স্টোনারদের জন্য তৈরি করেন এক আদর্শ সাউন্ডট্র্যাক। যারা তখন থেকেই তার সংগীতের প্রতি মনোযোগ দিয়েছিলেন, তাদের কাছে খালিফার ভবিষ্যৎ বাণিজ্যিক সাফল্য একপ্রকার পূর্বানুমেয় ছিল।

মাত্র পাঁচ বছরের ব্যবধানে, ২০১৫ সালে, উইজ খালিফা গায়ক চার্লি পুথের সঙ্গে মিলে “See You Again” প্রকাশ করেন—Furious 7 সিনেমার জন্য তৈরি এই গানটি হয়ে ওঠে দশকের অন্যতম বড় হিট। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি অ্যাসোসিয়েটেড প্রেস-কে বলেন, “অনেক শিল্পীই তাদের মূল পরিচয় ধরে রেখে এমন সফল হিটের সুযোগ পান না। তাই আমি সত্যিই নিজেকে ভাগ্যবান ও কৃতজ্ঞ মনে করি এমন একটি গান আমার ঝুলিতে থাকার জন্য।”

এখন, See You Again এর দশ বছর পূর্তি এবং কাশ অরেঞ্জ জুস এর ১৫ বছর পূর্তির প্রাক্কালে উইজ খালিফা আবারও আলোচনায়। তিনি নিয়ে এসেছেন “কাশ অরেঞ্জ জুস ২”, যা মুক্তি পাবে এই শুক্রবার। অ্যালবামটি প্রকাশের আগে খালিফা ইতোমধ্যেই কিছু ফ্রিস্টাইল ছেড়েছেন—যা তার ক্যারিয়ারের শুরুর যুগে ফিরে যাওয়ার এক নস্টালজিক পদক্ষেপ। সেই সময়, যখন শ্রোতারা নতুন হট রেকর্ড খুঁজতে র‌্যাপ ব্লগ বা সাউন্ডক্লাউড ঘেঁটে শুনতেন।

এই ফিরে যাওয়া শ্রোতাদের মধ্যেও দারুণভাবে সাড়া ফেলেছে। “কাশ অরেঞ্জ জুস ২” যে শুধুই একটি মিক্সটেপ নয়, বরং খালিফার সংগীত অভিযাত্রায় এক আবেগঘন, স্বতঃস্ফূর্ত অধ্যায়—তা যেন আবারও প্রমাণিত হতে চলেছে।

আরো পড়ুন