পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে চাকরিতে যোগদানের প্রথম দিনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজিব হোসেন (৩৫) নামের এক যুবক। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রূপপুর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন।
নিহত রাজিব হোসেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামের বাসিন্দা। তার বাবা আইয়ুব আলী জানান, রাজিব রূপপুর প্রকল্পে নতুন চাকরি পেয়েছিলেন এবং মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে প্রথমদিন কাজে যোগ দিতে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিল আরও দুই বন্ধু। রূপপুর মোড়ে বালুর উপর মোটরসাইকেল পিচলে গেলে রাজিব গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায়। সঙ্গে থাকা দু’জনও আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রাজিবকে উদ্ধার করে পাবনা কেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় রাজিব হোসেন মারা যান। আহত অন্য দুইজনের চিকিৎসা চলমান রয়েছে।