পাবনার ঈশ্বরদীতে অবস্থিত স্বনামধন্য ও ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস.এম রবিউল ইসলাম। সোমবার (১ জুলাই ২০২৫) আনুষ্ঠানিকভাবে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
প্রতিষ্ঠানটি একসময় শৃঙ্খলা ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার জন্য উত্তরবঙ্গে সুপরিচিত ছিল। তবে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির মর্যাদা ক্ষুণ্ণ হয়। সম্প্রতি প্রধান শিক্ষক ফজলুল করিমের অবসরের পর পরিচালনা কমিটি এস.এম রবিউল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করে।
দায়িত্ব গ্রহণের পর রবিউল ইসলাম বলেন, “আমি এই বিদ্যালয়ের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি ও মানসম্পন্ন পাঠদানই হবে আমার প্রধান লক্ষ্য।”
বিদ্যালয় পরিবার এক বিবৃতিতে জানায়, তাঁর নেতৃত্বে শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরে আসবে বলে তারা আশাবাদী। স্থানীয় অভিভাবক ও সচেতন মহলও তাঁর প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং অতীতের অনিয়ম ও দুর্নীতিমুক্ত একটি শিক্ষাপরিবেশ গঠনে তাঁর সাহসী পদক্ষেপের প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল একসময় উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে খ্যাত ছিল। সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠান বহু গুণী শিক্ষার্থী তৈরি করেছে। তবে গত এক দশকে অব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি সুনাম হারাতে বসেছিল।
নতুন প্রধান শিক্ষক এস.এম রবিউল ইসলামের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে স্কুলটি এক নতুন অধ্যায়ে প্রবেশ করলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তাঁরা আশা করছেন, তাঁর কর্মদক্ষতা ও নৈতিক নেতৃত্বে অচিরেই বিদ্যালয়টি আগের অবস্থানে ফিরে আসবে এবং আধুনিক বিজ্ঞানভিত্তিক গুণগত শিক্ষায় উত্তরবঙ্গের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।