Ridge Bangla

ঈশ্বরদীতে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ট্রেন যোগাযোগ বন্ধ

পাবনার ঈশ্বরদীতে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনা-ঈশ্বরদী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন পাতিবিল তিনকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে তেল নিয়ে ঈশ্বরদী রেলওয়ে জংশনের দিকে আসছিল ট্রেনটি। পথিমধ্যে পাতিবিল এলাকায় পৌঁছালে ট্রেনের একটি এক্সেল বক্স হঠাৎ ভেঙে যায়। এতে একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে এবং ট্রেনটি সেখানে থেমে যায়।

দুর্ঘটনার পরপরই পাকশী বিভাগীয় রেলওয়ের উদ্ধারকারী দল ঈশ্বরদী জংশন থেকে ঘটনাস্থলে পাঠানো হয়। রেলওয়ের কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।

এই দুর্ঘটনার ফলে খুলনা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ওই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন আটকে পড়ে, যাত্রীদের মধ্যে ভোগান্তির সৃষ্টি হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী বীরবল মন্ডল জানান, “উদ্ধারকাজ দ্রুততার সঙ্গে চলছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।”

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত খুলনা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং দ্রুত রেলপথ সচল করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন