Ridge Bangla

ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী থানার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া এলাকার এমপি মোড়ে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঈশ্বরদীর লক্ষীকুন্ডা গ্রামের টোকন প্রামাণিকের ছেলে মো. জনি ইসলাম (২২) এবং চরসাহাপুর গ্রামের সান্টু মন্ডলের ছেলে মেহেদী হাসান (২৫)।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আতাউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পাকশী ইউনিয়নের চররুপপুর বিশ্বাসপাড়ার বাসিন্দা সুজন (৩৫) এর কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা আদায় করেন।

ঘটনার পরপরই ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিরা প্রতারণার মাধ্যমে টাকা আদায় করেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আরো পড়ুন