চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
নিহতরা হলেন পটিয়ার আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া এলাকার সাইফুল ইসলাম (১৩)। তাঁদের আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যদের বরাতে জানা যায়, ভিড়ের মধ্যে কিছু মানুষ গরম ও চাপের কারণে পড়ে গেলে পদদলিত হন। আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
এসময় হাসপাতালের সামনে নিহত সাইফুলের শোকাহত স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এই পোস্টটি পাঠ হয়েছে: ৭