Ridge Bangla

ইস্টার অ্যাওয়ার্ড মনোনয়ন পেলেন ইকবাল হোসাইন চৌধুরী

বাংলাদেশি উদীয়মান চলচ্চিত্র নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী আন্তর্জাতিক মানের স্বীকৃতি হিসেবে ইস্টার অ্যাওয়ার্ড মনোনয়ন পেয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফিল্ম, সায়েন্স অ্যান্ড আর্টস (আইআইএএফএসএ) সম্প্রতি মনোনয়ন তালিকা ঘোষণা করেছে।

ইকবাল হোসাইন চৌধুরী দুটি মনোনয়ন পেয়েছেন— একটি তার সিনেমা “বলী, দ্য রেসলার”–এর জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে এবং আরেকটি সেরা নবীন পরিচালকের জন্য। আইআইএএফএসএ ফেলোদের তালিকায় আছেন নোবেলজয়ী লেখক ওরহান পামুক, জেএম কোয়েটজি, কাজুয়ো ইশিগুরোসহ বিশ্বখ্যাত গবেষক ও চলচ্চিত্র বিশ্লেষকরা।

ইস্টার অ্যাওয়ার্ডের বিচারকদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত সিনেমা গবেষক ও চলচ্চিত্র বিশেষজ্ঞরা। প্রধান বিচারক হিসেবে ছিলেন টনি অ্যাওয়ার্ড জয়ী নিউইয়র্ক ইউনিভার্সিটির সিনেমা বিভাগের অধ্যাপক কার্লি বারদশ। তিনি বলেন, “‘বলী, দ্য রেসলার’ শুধুমাত্র আঞ্চলিক সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরে না, এটি সূক্ষ্ম আবেগের মাধ্যমে শক্তি ও কোমলতার সম্পর্ক দর্শকের সামনে প্রকাশ করে। সিনেমা কীভাবে ভাষা ও সংস্কৃতির সীমা পেরিয়ে মানুষকে স্পর্শ করতে পারে, এ ছবিটি তার উদাহরণ।”

ইকবাল হোসাইন চৌধুরী বলেন, “এটি একদম অপ্রত্যাশিত এবং চেনা ছকের বাইরে মনোনয়ন। সারা বিশ্বের শীর্ষ সিনেমা গবেষকরা গোপনে ভোট দিয়েছেন। বিশ্বজুড়ে প্রশংসিত সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের একটি ছবি থাকাটা আমার জন্য বিশেষ আনন্দের।”

এবারের মনোনয়ন বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানের স্বীকৃতি ও প্রতিযোগিতায় এক নতুন পরিচিতি দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন