রাজধানীর ইস্কাটন রোডে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বর্ষবরণ অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “দ্রুত সময়ের মধ্যেই আমরা বিচার এবং কাঠামোগত সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই।” তিনি জানান, নাগরিক পার্টি বর্তমানে বিচার, কাঠামোগত সংস্কার এবং গণপরিষদ নির্বাচন—এই তিনটি ইস্যুকে রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চেয়েছি, যাতে এগুলোর মাধ্যমে গণপরিষদ ও আইনসভায় অগ্রসর হওয়া যায়।”
তিনি জানান, “এবারই প্রথমবারের মতো আমরা হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদযাপন করতে পারছি। আশা করি, সামনের দিনগুলোতে পহেলা বৈশাখকে জাতীয় উৎসব হিসেবে আরও বৃহৎ পরিসরে উদযাপন করা সম্ভব হবে।”
আয়োজনে এনসিপির নেতারা ছাড়াও সাধারণ নাগরিক, সাংস্কৃতিক কর্মী ও দলীয় সমর্থকেরা অংশ নেন। পহেলা বৈশাখকে কেন্দ্র করে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের অংশগ্রহণে উৎসবটি যেন হয়ে ওঠে একতা, সংস্কৃতি ও সংস্কারের এক মিলনমেলা—সেই আহ্বান জানান দলটির নেতারা।