Ridge Bangla

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল করল আপিল বিভাগ

বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বুধবার (১০ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ আদালত সর্বসম্মত রায়ে ইসির সিদ্ধান্তকে বাতিল করে বাগেরহাটের চারটি আসনই পুনর্বহাল করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট বাগেরহাটে প্রচলিত চারটি আসন কেন বহাল করা হবে না এবং একটি কমিয়ে তিনটি করার ইসির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। ১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রচলিত সীমানা অনুযায়ী বাগেরহাট-১ আসনে চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট; বাগেরহাট-২ আসনে বাগেরহাট সদর ও কচুয়া; বাগেরহাট-৩ আসনে রামপাল ও মোংলা; এবং বাগেরহাট-৪ আসনে মোরেলগঞ্জ ও শরণখোলা অন্তর্ভুক্ত ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩০ জুলাই ইসি তিনশ আসনের নতুন খসড়া সীমানা প্রকাশ করে। ভোটার সংখ্যা ও জনসংখ্যার সামঞ্জস্য আনার যুক্তিতে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি এবং গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি করার প্রস্তাব দেওয়া হয়। প্রাথমিক শুনানি শেষে গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটেও একই সিদ্ধান্ত বহাল রাখে কমিশন। পাশাপাশি ১৪টি জেলার ৪২টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন