ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ রোডম্যাপ দেখে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের প্রস্তুতি নিয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি। মূল কথা হলো আমরা খুশি, উই আর হ্যাপি।” সাংবাদিকরা জানতে চাইলে তিনি আরও বলেন, এটি জনগণের জন্যও সুসংবাদ।
এদিন দুপুরে নির্বাচন কমিশন ভবনে সচিব আখতার আহমেদ বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন এ রোডম্যাপ অনুমোদন দেয়। এতে প্রায় দুই ডজন কর্মসূচি স্থান পেয়েছে, যার মধ্যে রয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ। এছাড়া প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ, প্রচারণা কৌশল, সমন্বয় সেল গঠন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকসহ নানা ধাপ অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও রোডম্যাপকে ইতিবাচক হিসেবে দেখছেন। বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আজ ইলেকশনের রোডম্যাপ এসেছে, এটা সুসংবাদ। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে। সবাই চাইছে দেশে একটা নির্বাচিত সরকার আসুক, সংসদ হোক দায়বদ্ধ ও জবাবদিহিমূলক।”
তিনি আরও যোগ করেন, নির্বাচনের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং বড় পরিসরে দক্ষ মানবসম্পদ উন্নয়ন সম্ভব হবে। বিএনপি নেতাদের এই প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে, দীর্ঘদিন পর তারা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আশাবাদী সুরে কথা বলছেন।