Ridge Bangla

ইসির রোডম্যাপে জামায়াতের প্রতিক্রিয়া

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রোডম্যাপের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে রোডম্যাপকে ‘গতানুগতিক এবং বিভ্রান্তিমূলক’ বলে আখ্যায়িত করেন।

অধ্যাপক পরওয়ার বলেন, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। কিন্তু এখন পর্যন্ত সেই নির্বাচনের পদ্ধতি নির্ধারিত হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা সময়োপযোগী হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দ্রুত নিশ্চিত করা উচিত। সেইসঙ্গে এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করলে তা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাত।”

জামায়াতের এই নেতা মনে করেন, ঘোষিত রোডম্যাপ আংশিক ও অপরিপক্ব, যা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে মানুষের আস্থা জাগাতে ব্যর্থ হয়েছে। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে ইসিকে আরও বাস্তবসম্মত ও জনমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন