রাজনৈতিক সংস্কার ও জাতীয় ঐক্যের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দেশের আরও ১২টি রাজনৈতিক দল পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবির পক্ষে ঐকমত্য গড়ে তুলেছে। এ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে।
রোববার (২৮ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। সভায় উপস্থিত ছিলেন গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মাদ আতাউল্লাহ খান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মু. সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ যুব বাঙালীর চেয়ারম্যান মু. তোফাজ্জল হোসেন, একুশে পার্টির মহাসচিব এসএম জাকির হোসেন, মুভমেন্ট ফর প্যালেস্টাইনের প্রধান সমন্বয়কারী মু. হারুনুর রশীদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
এছাড়া বাংলাদেশ জনতা ফ্রন্ট, গণঅধিকার পার্টি, জাস্টিস পার্টি, নতুন ধারার জনতার পার্টি, ইসলামী সমাজতান্ত্রিক পার্টি, ন্যাশনাল মুভমেন্ট এবং জাতীয় অধিকার মঞ্চের নেতারাও সভায় যোগ দেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতেয়াজ আলম ও দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।
সভায় বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চালু, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং একটি কল্যাণময় রাষ্ট্র গড়ার জন্য জাতীয় ঐক্য সময়ের দাবি। বক্তাদের মতে, জনগণের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করতে হলে বর্তমান ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। এ বিষয়ে অংশগ্রহণকারী সব দলের পক্ষ থেকেই একমত প্রকাশ করা হয়।