Ridge Bangla

ইসলামাবাদ ও পাঞ্জাবে বন্ধ করা হলো স্কুল-কলেজ

ভারতের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তার স্বার্থে একদিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজ এই সিদ্ধান্তের আওতায় পড়বে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নিয়মিত ক্লাস স্থগিত থাকলেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

পাঞ্জাব প্রদেশেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাদেশিক মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ বলেন, “শান্তি আমাদের কাম্য, কিন্তু সম্মানের সাথে। যদি কেউ আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে পাকিস্তানের প্রতিটি নাগরিক সেনাবাহিনীর সদস্যে পরিণত হবে।” তিনি জানান, আন্তর্জাতিক পরীক্ষাগুলো বাদে সব একাডেমিক পরীক্ষা স্থগিত থাকবে। হাসপাতাল, উদ্ধারকারী দল এবং অন্যান্য জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সরকারি নির্দেশনায় জনগণকে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, গত কয়েকদিন ধরে পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকার বাহাওয়ালপুর ও মুজাফফরাবাদ অঞ্চলে দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য নিয়ন্ত্রিত সফরের আয়োজন করে। পাকিস্তানের দাবি, ভারত যেসব স্থানকে সন্ত্রাসী ঘাঁটি হিসেবে দাবি করছে, সেগুলো আসলে বেসামরিক এলাকা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার এক বিবৃতিতে জানান, ভারতীয় হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গকে জানান, এই হামলার জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

আরো পড়ুন