ইসরায়েল ও হামাসের মধ্যে আজ (১৩ অক্টোবর) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে শুরু হচ্ছে বন্দিবিনিময় প্রক্রিয়া। চুক্তি অনুযায়ী, গাজায় আটক ২০ জন ইসরায়েলি নাগরিকের বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। খবর দিয়েছে আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, গাজায় যুদ্ধ শেষ। তিনি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে ইসরায়েলি পার্লামেন্ট (কনেসেট) ও মিশরে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে তিনি সহ-সভাপতিত্ব করবেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত গাজা সিটিতে ফিরতে শুরু করেছেন হাজার হাজার ফিলিস্তিনি। তবে এখনও খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তার তীব্র সংকট রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ও স্থানীয় কর্মকর্তারা।
তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি অভিযানের কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৭,৮০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে গাজায় নেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, বন্দিবিনিময় ও যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক এবং গাজার পুনর্গঠনের পথ দীর্ঘ ও চ্যালেঞ্জিং। মানবিক সহায়তা, পুনর্বাসন ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে।