ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) সন্ধ্যার কিছু আগে একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং কাতারভিত্তিক আলজাজিরা এই হামলার তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে আইডিএফ।
এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যেই তাদের নাগরিকদের ইসরায়েল সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। হালনাগাদ ভ্রমণ নির্দেশনায় বলা হয়েছে, “এটি দ্রুত পরিবর্তনশীল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। যেকোনো সময় পরিস্থিতি হঠাৎ আরও খারাপ হয়ে উঠতে পারে।”
এর আগের দিন শনিবার রাতেও তেহরান থেকে পরিচালিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক ও জ্বালানি স্থাপনায় ব্যাপক আঘাত হানে ইরান, যাতে বহু হতাহতের খবর পাওয়া গেছে।
পাল্টাপাল্টি হামলার ফলে ইরান-ইসরায়েল সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শতাধিক মানুষ হতাহত হয়েছেন।
বিশ্লেষকরা সতর্ক করছেন, এই সংঘাত যদি অব্যাহত থাকে তবে তা একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব রাজনীতিতেও গুরুতর প্রভাব ফেলবে।