ইসরায়েলের কাছে ৫১ কোটি ডলার (৫১০ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের গাইডেড বোমার সরঞ্জাম ও সহায়তা বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। এর মধ্যে রয়েছে ‘বম্ব গাইডেন্স কিট’ যা বোমাকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েলের ব্যাপক গোলাবারুদ ব্যবহারের পর এই ঘোষণা এল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (DSCA) এক বিবৃতিতে জানায়, “এই বিক্রি ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সহায়তা করবে। এতে সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনবসতি রক্ষার সক্ষমতা আরও বাড়বে।”
DSCA আরও জানায়, এই বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রক্ষা পাবে এবং ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা বজায় থাকবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানায়, এই চুক্তির আওতায় ইসরায়েল পাবে:
-
৩,৮৪৫টি KMU-558B/B JDAM গাইডেন্স কিট, যা BLU-109 বোমায় ব্যবহৃত হয়
-
৩,২৮০টি KMU-572F/B JDAM কিট, যা MK-82 বোমায় ব্যবহৃত হয়
-
প্রকৌশল, প্রযুক্তিগত সহায়তা ও সরবরাহ সেবা
বিক্রির এই অনুমোদন এমন সময় দেওয়া হয়েছে, যখন ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৬ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই অস্ত্র বিক্রির অনুমোদন দিলেও এটি বাস্তবায়নের আগে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। ডিএসসিএ ইতোমধ্যে বিষয়টি কংগ্রেসকে অবহিত করেছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ইরানকে আর কখনো পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে দেবেন না—যা ভবিষ্যতে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।