ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হওয়ার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি ক্রমেই রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। এর মধ্যেই ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও ইসরায়েলের অন্যতম লক্ষ্যবস্তু হতে পারেন।
রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচয় গোপন রেখে ওই কর্মকর্তা বলেন, হামলার জন্য নির্ধারিত তালিকায় আয়াতুল্লাহ খামেনিও অন্তর্ভুক্ত। তার এই বক্তব্য থেকে প্রাথমিকভাবে ধারণা পাওয়া যাচ্ছে যে, ইসরায়েলের পরিকল্পনায় শুধু সামরিক ও বৈজ্ঞানিক নেতারাই নয়, বরং দেশটির সর্বোচ্চ নেতাও সরাসরি টার্গেটের মধ্যে রয়েছেন।
এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে ইসরায়েল হামলার চেষ্টা চালিয়েছে। পাস্তুর এলাকায়—যেখানে এই দুই শীর্ষ নেতার আবাস—সেখানে হামলার চেষ্টা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলা প্রতিহত করতে ইরান ব্যাপক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। পাস্তুর এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আকাশে নিয়মিতভাবে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে, যা থেকে বোঝা যাচ্ছে যে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইরান কঠোর প্রস্তুতি নিয়েছে।