ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখল করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরাইল গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
গাজার নিয়ন্ত্রণ নেবে কিনা—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে, হামাসকে সরাতে এবং সেখানকার জনগণকে মুক্ত করতে চাই। এরপর ক্ষমতা তুলে দিতে চাই এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে, যা হামাস নয় এবং ইসরাইল ধ্বংসের পক্ষেও নয়।”
তিনি আরও জানান, স্থায়ীভাবে গাজা শাসন করা তাদের উদ্দেশ্য নয়; বরং হামাসকে অপসারণ করে আঞ্চলিক আরব অংশীদারদের সহায়তায় একটি ভিন্ন স্থানীয় প্রশাসনকে সুযোগ দেওয়াই তাদের পরিকল্পনা।
২০০৫ সালে গাজা থেকে সরে যাওয়ার আগে ইসরাইল যেভাবে ২৬ মাইল দীর্ঘ এই ভূখণ্ডটি দখলে রেখেছিল, সেভাবে পুনর্দখল করবে কিনা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, “আমরা এটি নিজেদের কাছে রাখতে চাই না। তবে আমরা একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাই।”
তিনি যোগ করেন, “আমরা শাসক হিসেবে সেখানে থাকতে চাই না। আমরা এটিকে এমন আরব বাহিনীর হাতে তুলে দিতে চাই, যারা আমাদের জন্য হুমকি হবে না এবং গাজার জনগণকে একটি ভালো জীবন দেবে।”
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ। এই সামরিক অভিযান গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।