গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সেই সহিংসতা এবার কেড়ে নিল ফিলিস্তিনের জাতীয় পর্যায়ের ফুটবলার মোহান্নাদ আল লেলের প্রাণ। মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে নিজ বাসায় ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।
মোহান্নাদ আল লেলে সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার এই করুণ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তার সতীর্থ মোহাম্মদ আল শরীফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় লেখেন, “প্রতিদিন আমরা কোনো না কোনো অ্যাথলেটকে হারাচ্ছি। আমি নিজেও হতে পারি পরবর্তী জন।”
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মুহান্নাদের বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় তার মৃত্যু ছাড়াও স্থানীয় আরও অনেকে আহত হয়েছেন।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বর্তমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৮৫ জন ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২৬৫ জনই ছিলেন পেশাদার বা জাতীয় দলের ফুটবলার।
এই ধারাবাহিক সহিংসতায় ক্রীড়াঙ্গনও ক্রমেই রক্তাক্ত হচ্ছে। মোহান্নাদ আল লেলের মৃত্যু তা আরও একবার স্পষ্ট করে দিল।