তেহরান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা ২৮ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি বর্তমানে পাকিস্তানের করাচি শহরে অবস্থান করছেন। রোববার (২৯ জুন) ভোরে তারা কোয়েটা থেকে করাচিতে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, করাচিতে রাত্রীযাপন শেষে সোমবার (৩০ জুন) তারা বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পুরো প্রত্যাবাসন প্রক্রিয়ায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান।
এদিকে, ইরান থেকে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে ইতোমধ্যে প্রায় ২৫০ জন বাংলাদেশি তেহরানে বাংলাদেশ দূতাবাসে নিবন্ধন করেছেন। সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে এসব প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
তবে, সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে দেশে ফেরার যে উদ্যোগ শুরু হয়েছিল, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অনেক বাংলাদেশি এখন ফেরার সিদ্ধান্ত থেকে সরে আসছেন বলেও জানা গেছে।