Ridge Bangla

ইরান থেকে তৃতীয় দফায় দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ জন বাংলাদেশি নাগরিক সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরছেন। তারা সোমবার (১৪ জুলাই) ভোরে তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তৃতীয় দফার এই ফ্লাইটের মাধ্যমে ইরান থেকে বাংলাদেশিদের সরকারি সহায়তায় চূড়ান্ত প্রত্যাবাসন সম্পন্ন হচ্ছে।

এর আগে, গত ১ জুলাই প্রথম দফায় ২৮ জন এবং ৮ জুলাই দ্বিতীয় দফায় ৩২ জন বাংলাদেশিকে ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হয়। সব মিলিয়ে এই তিন দফায় মোট ৯০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার কাজ সম্পন্ন হলো।

সরকারি খরচে এই উদ্যোগের ফলে বিপদাপন্ন অবস্থায় থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরার পথ সুগম হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতেও যদি এমন প্রয়োজন হয়, তবে বাংলাদেশ সরকার তাদের নাগরিকদের রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে।

আরো পড়ুন