Ridge Bangla

ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতির সম্ভাবনা

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সক্রিয় মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার রাতে এক বক্তব্যে তিনি বলেন, “এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার একটি সম্ভাব্য পথ উন্মুক্ত করতে পারে।”

এর আগে শনিবার ইরানের একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে ট্রাম্প জানান, ‘১২ দিনের যুদ্ধ’ বন্ধ হলে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরায়েল যদি নির্ধারিত সময়সীমা (ভোর ৪টার মধ্যে) আক্রমণ বন্ধ রাখে, তবে ইরানও প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকবে। এই সময়সীমার মধ্যে ইসরায়েল আক্রমণ থামানোয় অঞ্চল কিছুটা শান্ত হয়েছে।

তবে সোমবার ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ওয়াশিংটনের বিমান হামলার জবাব বলে ধারণা করা হচ্ছে। এতে মার্কিন সৈন্যদের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। একইসঙ্গে যুদ্ধ বন্ধে বেসামরিক আলোচনাও চলছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, ট্রাম্প কাতার ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন এবং এই কূটনৈতিক প্রচেষ্টার কারণেই যুদ্ধবিরতির সুযোগ তৈরি হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত যুদ্ধবিরতি বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। পরিস্থিতি অনুযায়ী, দুই দেশই আপাতত সংঘর্ষ এড়াতে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন