ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, এই বৈঠক ২০ জুন সন্ধ্যায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইসরায়েল-ইরান সংঘাতের সম্প্রসারণ এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। এই সভাটি ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনের ঠিক আগের রাতে অনুষ্ঠিত হয়, যেখানে দ্বন্দ্বটি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে দেশগুলো একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইরান নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ইসরায়েল দাবি করেছে, তারা গোলান মালভূমিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি বেইত শে’আন উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর আরও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। যদিও এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, মধ্য ইরানে অবস্থিত ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি বিমান বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে। চলমান এই সংঘাত ইতোমধ্যে নবম দিনে প্রবেশ করেছে এবং উত্তেজনা আরও বাড়ছে।