ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিকল্পনার তুলনায় আরও সফলভাবে এগোচ্ছে। বৃহস্পতিবার (২০ জুন) রাতে হিব্রু ভাষায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা কেবল পরিকল্পনাই করছি না, বাস্তবেও অনেক দূর এগিয়েছি।”
নেতানিয়াহুর দাবি, এখন পর্যন্ত ইরানের অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ধ্বংস করা হয়েছে, শীর্ষ সামরিক নেতাদের হত্যা করা হয়েছে এবং পারমাণবিক স্থাপনাগুলোকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ তালিকায় রয়েছে কঠোর নিরাপত্তায় থাকা ফোরদো পারমাণবিক কেন্দ্রও।
তিনি বলেন, “এই অভিযান হঠাৎ করে নয়, বরং এটি দীর্ঘ পরিকল্পনার ফল।” নেতানিয়াহু জানান, গত বছরের শেষ দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী (IDF) ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে, যার ফলে হিজবুল্লাহর কার্যক্রমও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাক্তন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা এবং হামাসের বিরুদ্ধে সামরিক সাফল্যের কথাও উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, “ইরানকেন্দ্রিক জোট ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছে। ইরানের আর কীই বা বাকি আছে?”
‘অ্যারো’ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কিছু উদ্বেগ থাকলেও, যুক্তরাষ্ট্র নতুন সরঞ্জাম পাঠাচ্ছে বলে জানান তিনি। নেতানিয়াহু বলেন, “ওরা কতটা রকেট মজুত রেখেছে তা বড় কথা নয়। আমরা তাদের লঞ্চার ধ্বংস করে দিচ্ছি— এবং এতে আমরা অনেকদূর এগিয়ে গেছি।”
সাক্ষাৎকারে নেতানিয়াহু ইসরায়েলি জনগণের সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, “বোমার ভেতরেও যেভাবে তারা ধৈর্য্য ও মনোবল ধরে রেখেছেন, তা আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান হামলার মুখে ব্রিটিশদের সাহসিকতার কথা মনে করিয়ে দেয়।”