Ridge Bangla

ইরানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে চার ইসলামি সংগঠনের বিক্ষোভ

দখলদার ইসরায়েলের ইরানে হামলার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে দেশের চারটি ইসলামি সংগঠন। শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে পৃথক ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে অংশ নেয় জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামি ঐক্য আন্দোলন (ঢাকা মহানগর), খেলাফত মজলিস এবং ইসলামি ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদ।

সমাবেশে বক্তারা বলেন, ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসন বর্বর ও অগ্রহণযোগ্য। এটি ইসলামি ভ্রাতৃত্বের ওপর সরাসরি আঘাত। মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত আন্তর্জাতিক পরিসরে এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করা।

তারা আরও বলেন, এ হামলা শুধু ইরানের ওপর নয়—সমগ্র মুসলিম উম্মাহর অস্তিত্বের ওপর হামলা। তাই মুসলিম বিশ্বকে এখনই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ফিলিস্তিন ও ইরানে ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটাতে জোরালো কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে।

বক্তারা মুসলিম বিশ্বের ঐক্য গঠন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের আহ্বান জানান।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন