Ridge Bangla

ইরানের বিক্ষোভকারীদের ‘সুখবর’ দিলেন ট্রাম্পের মিত্র গ্রাহাম

ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ‘সাহায্য’ আসছে বলে জানিয়েছেন দেশটির সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম। এক এক্স পোস্টে তিনি এ কথা লেখেন।

লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘ইরানের জনগণের উদ্দেশে বলছি, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে। নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতাপ্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে।’

গ্রাহাম আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন “ইরানকে আবারও মহান করে তুলুন”, তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে। এটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট সংকেত যে, প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন- আয়াতুল্লাহ এবং তাঁর সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না।’

যুক্তরাষ্ট্র সাহায্য করবে এমন ইঙ্গিত দিয়ে এ সিনেটর লিখেছেন, ‘ইরানে যারা ত্যাগ স্বীকার করছেন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। সাহায্য আসছে।’

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী। এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলির ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম বিবিসিকে তিনটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলো নিহত ও আহত মানুষে উপচে পড়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন