Ridge Bangla

ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল-ইরান পরিস্থিতি

ইরান নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার (১৮ জুন) রাতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হুমকি প্রতিহতের চেষ্টা করছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট অনুমতি না পাওয়া পর্যন্ত কেউই নিরাপদ আশ্রয় ত্যাগ করতে পারবে না বলেও জানানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যার দিকে ইসরায়েল প্রথমে ইরানের রাজধানী তেহরানে সামরিক হামলা চালায়। ইসরায়েলের দাবি, তাদের বিমান বাহিনী তেহরানের সামরিক স্থাপনাগুলোতে সফল হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার তথ্য নিশ্চিত করেছে এবং জানায়, রাজধানীর উত্তর ও পূর্ব শহরতলিতে বেশ কয়েকটি প্রজেক্টাইল আঘাত হানে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে দাবি করেন, তাদের যুদ্ধবিমান ইরানি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। যদিও এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে এই সশস্ত্র বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন