Ridge Bangla

ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় হামলা বন্ধে বাধ্য হয়েছে শত্রুপক্ষ: এসএনএসসি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে ইরানের কঠোর ও সমন্বিত প্রতিরোধ শত্রুপক্ষকে পশ্চিমা ও আঞ্চলিক মিত্রদের সহযোগিতা সত্ত্বেও হামলা বন্ধে বাধ্য করেছে।

বিবৃতিতে বলা হয়, ইসলামী বিপ্লবের নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের নির্দেশে প্রতিরক্ষা বাহিনী প্রতিটি শত্রুতা দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে। পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা এবং অধিকৃত ফিলিস্তিনে ব্যাপক আক্রমণ চালানো হয়।

এসএনএসসি জানায়, জাতির ঐক্য, সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এবং কৌশলগত জবাবদানে শত্রুর পরিকল্পনা ব্যর্থ হয়েছে। টানা ১২ দিন ধরে ইরান তার সামরিক সক্ষমতার পূর্ণ ব্যবহার করেছে, যা বহু বছরের প্রস্তুতি ও কৌশলগত উন্নয়নের ফসল।

বিবৃতিতে আরও বলা হয়, “দূরদর্শী নেতৃত্ব, যোদ্ধাদের আত্মত্যাগ ও জাতির প্রজ্ঞার মাধ্যমে আল্লাহর সহায়তায় বিজয় এসেছে। শত্রুপক্ষ লজ্জিত হয়ে আক্রমণ বন্ধ করতে বাধ্য হয়েছে।”

তবে এসএনএসসি সতর্ক করে জানায়, শত্রুদের প্রতিশ্রুতির ওপর ইরানের কোনো আস্থা নেই। সেনাবাহিনী সম্পূর্ণ সজাগ ও সক্রিয় রয়েছে এবং নতুন কোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

শেষে বিবৃতিতে ইরানি জনগণের ঐক্য ও প্রতিরোধের প্রশংসা করে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক শান্তি রক্ষায় অটল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন