Ridge Bangla

ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহারের হুমকি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির

ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরতে এবং আগস্টের শেষ নাগাদ ইরান আলোচনায় না ফিরলে দেশটির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

ই-থ্রি নামে পরিচিত এই তিন দেশ জাতিসংঘে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানায়, তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করতে প্রস্তুত, যার মাধ্যমে পূর্বের সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। ই-থ্রি জানিয়েছে, তারা আলোচনার সময়সীমা আগস্টের শেষ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

তবে ইরান এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইরানের সংসদ সদস্য মানুচেহর মোত্তাকি দেশটির প্রতিরক্ষা সংবাদমাধ্যম ডেফা প্রেসকে বলেন, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইরানের সংসদ পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তি থেকে সরে আসতে প্রস্তুত।

২০১৫ সালে স্বাক্ষরিত ওই পারমাণবিক চুক্তির মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করা হয় এবং এর বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে একতরফাভাবে চুক্তি থেকে সরে গেলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, আলোচনায় ব্যর্থতা শুধু মধ্যপ্রাচ্যের উত্তেজনাই বাড়াবে না, বরং বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি সৃষ্টি করবে।

আরো পড়ুন