Ridge Bangla

ইরাকে বিপণি বিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫০

ইরাকের একটি বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। যদিও সরকারি কর্তৃপক্ষ এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা স্থান সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দাবি করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ইরাকের ওয়াসিত প্রদেশের আল-কুত এলাকার একটি সুপারমার্কেটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভবনের একটি বড় অংশ আগুনে ঘিরে রয়েছে এবং ঘন কালো ধোঁয়া আকাশমুখীভাবে উঠছে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ায় মানুষজন ছুটোছুটি করছেন।

স্থানীয় প্রশাসন এবং দমকল বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও জানা গেছে, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক সময়ের ইরাকের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনও হতাহতদের পরিচয় এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে বেগ পেতে হচ্ছে।

আগুনের সূত্রপাত নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতাল ও ঘটনাস্থলের আশপাশে ভিড় করছেন।

আরো পড়ুন