Ridge Bangla

ইয়েমেনে নৌকাডুবিতে নিহত বেড়ে ৬৮

ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭৪ জন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।

আইওএম-এর ইয়েমেন প্রধান আবদুসত্তার ইসোয়েভ জানান, রোববার ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে মোট ১৫৪ জন ইথিওপীয় অভিবাসী ছিলেন। তিনি বলেন, “মাত্র ১২ জন যাত্রী জাহাজের ধ্বংসস্তূপে আঁকড়ে ধরে প্রাণে বেঁচে যান।”

তিনি আরও জানান, কানফার জেলায় ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ১৪ জনের মরদেহ ভেসে এসেছে বিভিন্ন উপকূলে। সব মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষও ৫৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। ঝাঞ্জিবারের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের বাজামিল জানান, নিহতদের শাকরা শহরে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারে প্রচেষ্টা চলছে। তবে সমুদ্রের প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, আফ্রিকার দারিদ্র্যপীড়িত অঞ্চল থেকে বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইয়েমেন হয়ে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেন। এই বিপজ্জনক যাত্রাপথে তারা প্রায়ই প্রাণঘাতী বিপর্যয়ের সম্মুখীন হন।

আরো পড়ুন