বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি, যা এক সময় ডিয়েগো ম্যারাডোনা, রিভালদো, রোনালদিনহো এবং সর্বশেষ লিওনেল মেসির গায়ে শোভা পেয়েছিল, সেটিই আগামী মৌসুমে পরবেন লামিনে ইয়ামাল। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয় তার নাম লেখা ১০ নম্বর জার্সিটি। সেই ঘোষণার পর থেকেই শুরু হয় জার্সি ঘিরে দারুণ উন্মাদনা।
বাজারে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ইয়ামালের ১০ নম্বর জার্সির হাজার হাজার রেপ্লিকা বিক্রি হয়ে যায়, তাও চড়া দামে। বার্সেলোনা-ভিত্তিক সংবাদমাধ্যম কিউলম্যানিয়ার তথ্যমতে, ঘোষণার প্রথম দিনেই জার্সির বিক্রি পৌঁছেছে প্রায় ৭০ হাজার ইউনিটে, যা বার্সা কর্তৃপক্ষকে চমকে দিয়েছে এবং আনন্দিতও করেছে।
এই জার্সির উন্মাদনা সীমাবদ্ধ ছিল না কেবল বার্সেলোনার ক্লাব এরিয়া বা স্পেনে। বিদেশেও ব্যাপক চাহিদায় বিক্রি হচ্ছে ইয়ামালের জার্সি। নাইকি ইতিমধ্যে বিশ্বের ১৭০টি দেশে ৩০টি প্যালেট পাঠিয়েছে, যার প্রতিটি প্যালেটে রয়েছে প্রায় ২,৩০০টি করে জার্সি। অর্থাৎ ২৪ ঘণ্টারও কম সময়ে প্রায় ৭০ হাজার জার্সির বিতরণ শেষ হয়েছে।
বার্সার পণ্য বিক্রির ইতিহাসে এটিই হতে যাচ্ছে সম্ভাব্য সর্বোচ্চ আয়ের রেকর্ড। ইয়ামালের ১০ নম্বর জার্সির এমন বিক্রির ধারা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।