Ridge Bangla

ইমরান মাহমুদুলের নতুন গান ‘পারব না তোমাকে ছাড়তে’

গতকাল প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের নতুন গান ‘পারব না তোমাকে ছাড়তে’। এবারই প্রথম নিজের লেখা কথায় তিনি গানটি গেয়েছেন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গানটির প্রসঙ্গসহ ব্যক্তিগত ও শিল্পসংক্রান্ত নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

ইমরান জানান, গানটি মূলত ‘বরবাদ’ ছবির জন্য বানানো হয়েছিল। পরিচালক মেহেদী হাসান হৃদয় তাকে গল্পের প্রেক্ষাপট জানিয়েছিলেন। ইমরান বলেন, “একদিন গভীর রাতে হঠাৎ মাথায় সুরটা এলো। সুরের ওপর নিজেই কথা লিখে ফেললাম। ভাবছিলাম পরে পেশাদার গীতিকার লিখবেন। কিন্তু পরিচালক দ্রুত ডেমো চেয়েছিলেন, তাই আমি আমার লেখা কথার ডেমো পাঠালাম। তিনি পছন্দও করেছিলেন। যদিও পরবর্তীতে গানটি বদলে ‘বরবাদ’-এ ব্যবহার হয়েছে ‘মায়াবী’।”

পরে তিনি গানটি চূড়ান্ত করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। ডেমো গানটি হুমায়রা ঈশিকার সঙ্গে নতুনভাবে কণ্ঠায়োজিত হয়েছে। ইমরান বলেন, “শ্রোতারা ফিল্মিক ঘরানার এই গানটি বেশ পছন্দ করেছেন এবং দারুণ মন্তব্যও করেছেন।”

গানের মডেল হিসেবে থাকছেন কেয়া পায়েল। ইমরান জানান, তাদের পূর্বের গানের অভিজ্ঞতা যেমন ‘এতো ভালোবাসি’, ‘পরাণ বন্ধুরে’, ‘আলো’ দর্শকদের ভালো লেগেছিল। দীর্ঘ চার বছর একসাথে কাজ না করার পর এবার দর্শক-শ্রোতাদের অনুরোধে তারা আবারও জুটি বাঁধলেন।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, গানগুলোতে নিজেই নায়কের চরিত্রে হাজির হওয়ার পর কি নাটক–সিনেমার নায়ক হবেন? ইমরান জানান, এখন পর্যন্ত তার ইচ্ছা নেই। “কেবল যদি কোনো ক্যামিও চরিত্র হয়, যা গান সম্পর্কিত, তখনই চিন্তা করা যেতে পারে। দীর্ঘ সময় ফ্রেমে থাকতে পারব বলে মনে হয় না।”

ইমরানের এই নতুন গানে গান ও গল্পের মিশ্রণ, সুর ও কণ্ঠায়োজন মিলিয়ে ইতিমধ্যেই দর্শক ও ভক্তদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন