Ridge Bangla

ইমন থেকে সালমান শাহ নামকরণের পেছনের চাঞ্চল্যকর গল্প

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ আমাদের মাঝে নেই ২৯ বছর, তবুও তার জনপ্রিয়তা কমেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসা আরও রঙিন হয়ে উঠেছে। কোনো সিনেমা হলে তার ছবি মুক্তি পেলে দর্শকরা এখনও ভিড় জমায়।

তবে অনেকের কাছে অজানা, কিভাবে শাহরিয়ার চৌধুরী ইমন হয়ে উঠলেন ‘সালমান শাহ’। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় সালমান শাহর। মৃত্যুর পর তার সাবেক স্ত্রী সামিরা ২১ বছর ধরে নীরব ছিলেন। ২০১৭ সালে দীর্ঘ নীরবতা ভেঙে তিনি গণমাধ্যমকে দেন সালমান শাহ ও তার নামকরণের কিছু অজানা ও চাঞ্চল্যকর তথ্য।

সামিরা জানান, “ইমনের সঙ্গে পরিচয়ের পর থেকেই তার শোবিজের প্রতি টান লক্ষ্য করেছিলাম। তার পরিবারেও অভিনয় ও সংগীতের প্রতি ভালোবাসা ছিল। পরিচালক আলমগীর কুমকুমের একটি ছবিতে ইমনের বাবা-মা নায়ক-নায়িকা ছিলেন, যদিও ছবিটি মুক্তি পায়নি। তাই অভিনয়ের নেশাটা তার রক্তেই ছিল।”

১৯৯২ সালের জুলাইয়ে ইমন প্রথম সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। প্রযোজক-পরিচালক জানিয়ে দেন, সিনেমার জন্য নতুন নাম নিতে হবে। ইমন প্রথমে বিষয়টি শেয়ার করেন সামিরার সঙ্গে। সামিরা বলেন, “আমি বলেছিলাম, নিজের নাম পুরোপুরি বাদ না দিতে। পরে সিদ্ধান্ত নিলাম সালমান খানের ‘সালমান’ এবং ইমনের নামের ‘শাহরিয়ার’-এর ‘শাহ’ মিলিয়ে নাম হবে সালমান শাহ। ইমন নামটা শুনে খুব খুশি হয়েছিল এবং সেটি পরে তার পরিচিতি হয়ে উঠলো।”

এই নামকরণের গল্প প্রমাণ করে, কেবল অভিনয় নয়, নামও কখনো কখনো একজন শিল্পীর সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬০

আরো পড়ুন