পারভেজ হোসেন ইমনের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরিতে সহজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ম্যাচটি পরিণত হয় রুদ্ধশ্বাস এক লড়াইয়ে। মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের পেস ঝড়ে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।
ইমন ৫৪ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৫৩ বলেই তিন অঙ্কে পৌঁছে তিনি হয়ে যান বাংলাদেশের ইতিহাসে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান। তার ইনিংসে ছিল ৯টি ছয় ও ৫টি চার। তার ব্যাটিংয়ে ভর করেই বাংলাদেশ ৭ উইকেটে তোলে ১৯১ রান। এই ম্যাচে বাংলাদেশের মোট ছক্কা ছিল ১৩টি, যা দলটির ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ছিল ১২টি ছক্কার রেকর্ড।
জবাবে ব্যাট করতে নেমে ভালোই লড়াই করে সংযুক্ত আরব আমিরাত। দলটির ওপেনার ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ৩৯ বলে ৫৪ রান করেন। তার সঙ্গে ৬২ রানের জুটি গড়েন রাহুল চোপড়া (২২ বলে ৩৫ রান)। এই জুটি কিছু সময়ের জন্য বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
তবে ১২তম ওভারে তানজিম হাসান সাকিব শর্ট ফাইন লেগে ক্যাচে পরিণত করেন ওয়াসিমকে। ১৪তম ওভারে আবারো সাকিব আঘাত হানেন রাহুলকে ফিরিয়ে দিয়ে। এরপরই শুরু হয় আমিরাতের ব্যাটিং ধস।
শেষদিকে আসিফ খান এক ওভারে মাহেদী হাসানকে টানা তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। তবে শেষ পর্যন্ত হাসান মাহমুদের বলে তিনি ২১ বলে ৪২ রানে থামেন। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৩টি চার।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৪ ওভারে ৩৩ রানে নেন ৩ উইকেট। মোস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে কৃপণ বোলার—৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। তার শেষ দুই ওভারে আসে মাত্র ৬ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।