ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে। ২০১৯–২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী গত ২৯ জুন বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগপত্রে ছাত্রীটি উল্লেখ করেন, অভিযুক্ত শিক্ষক তাকে ইমোতে ভিডিও কল করেন। কল রিসিভ না করায় পরে অডিও কল দিয়ে বলেন, “অনেকদিন দেখি না, মোটা হয়েছো না চিকন হয়েছো দেখার জন্য ভিডিও কল দিয়েছি।” তিনি আরও বলেন, “এখন বলছো কেউ নেই, কিছুদিন পর দেখি কোনো ছেলের হাত ধরে ঘুরছো ক্যাম্পাসে।”
ছাত্রীটির দাবি, ক্লাসে বিভিন্ন সময় তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও ইঙ্গিতপূর্ণ কথা বলতেন ওই শিক্ষক। তার শরীর ও ব্যক্তিগত জীবন নিয়ে তাচ্ছিল্যমূলক বক্তব্য, এমনকি ক্লাসে দাঁড় করিয়ে ‘মেন্সট্রুয়েশন সাইকেল’ নিয়ে অশোভন ভাষায় কথা বলার অভিযোগও করেছেন তিনি। এসব আচরণে নিজেকে অপমানিত ও লজ্জিত বোধ করেছেন বলে জানান। তিনি আরও অভিযোগ করেন, পরীক্ষায় খারাপ ফল দেওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি দেখানো হতো।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক ড. আজিজুল ইসলাম বলেন, “আমি আপাতত আপসেট আছি, কোনো মন্তব্য করতে চাই না।”
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা জানান, “অভিযোগ পাওয়ার পর একাডেমিক কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে বিভাগীয় সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।