ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলবর্তী মালুকু অঞ্চলে সোমবার ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ১৭৭ কিলোমিটার পশ্চিমে এবং মাটির প্রায় ৮০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ ইন্দোনেশিয়া অবস্থিত ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত ভূ-প্রাকৃতিক অঞ্চলে, যেখানে একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। ফলে প্রায়শই এখানে শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে।
এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারান। ২০১৮ সালের পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে মারা যান ২২০০ জনের বেশি মানুষ। আর ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই মৃত্যু হয়েছিল ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের।