Ridge Bangla

ইন্দোনেশিয়ায় ২৬ ফুট অজগরের পেটে মিলল কৃষকের মরদেহ

ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব সুলাওয়েসির দক্ষিণ বুটন জেলার মাজাপাহিত গ্রামে ঘটেছে এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা। ৬৩ বছর বয়সী এক কৃষক শুক্রবার (৪ জুলাই) সকালে নিজের বাগানে গেলেও আর বাড়ি ফেরেননি। দুই দিন পর তার নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচিত হয়—একটি ২৬ ফুট (প্রায় ৮ মিটার) দীর্ঘ অজগরের পেটের ভেতর থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ।

স্থানীয় সংবাদ সংস্থা আন্তরার খবরে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে সাউথ বুটনের মাজাপাহিত গ্রামে ঘটনাটি ঘটে। সাউথ বুটন জেলার আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (BPBD) কর্মকর্তা লাওড রিসাওয়াল জানান, স্থানীয় বাসিন্দারা বিশাল অজগরটিকে ছটফট করতে দেখে সন্দেহ করে। ধারণা করা হয়, সাপটি কোনো বড় প্রাণী গিলে ফেলেছে। পরে সাপটিকে মেরে ফেলে পেট চিরে দেখা যায় নিখোঁজ কৃষকের মরদেহ তার ভেতরে রয়েছে।

স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলে বর্ষাকালে বড় আকৃতির পাইথন বা অজগরের দেখা মেলে। যদিও এরা সাধারণত বন্যপ্রাণী ও গবাদিপশু খায়, তবে মানুষের ওপর হামলার ঘটনা অত্যন্ত বিরল। তবুও অতীতে এ ধরনের নজির রয়েছে। ২০১৭ সালে সালুবিরো গ্রামে ২৩ ফুট লম্বা এক অজগরের পেটে মিলেছিল আকবর নামের এক যুবকের দেহ।

গ্রামের নিরাপত্তা কর্মকর্তা সার্জেন্ট ডিরমান বলেন, “সাপের উপস্থিতি ও হুমকি বাড়ছে। এখন থেকে এলাকাবাসীকে আরও সতর্ক থাকতে হবে এবং বন বিভাগের সহায়তা জরুরি।”

আরো পড়ুন