Ridge Bangla

ইন্দোনেশিয়ায় গ্রেফতার শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড অপরাধী

শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড অপরাধীকে ইন্দোনেশিয়ায় গ্রেফতার করা হয়েছে। প্রত্যর্পণের পর তিনি আদালতের ভেতরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের মামলায় বিচারের সম্মুখীন হবেন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জননিরাপত্তা মন্ত্রণালয়ের সচিব রবি সেনেবিরত্নে বলেছেন, “হত্যা ও মাদক সংক্রান্ত অভিযোগে ছয় শ্রীলঙ্কানকে গ্রেফতার করেছে ইন্দোনেশিয়া পুলিশ।” তিনি আরও বলেন, “বিদেশে এই প্রথমবার এতো বেশি সংখ্যক সন্দেহভাজনকে গ্রেফতার করা হলো।”

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মান্ডিনু পদ্মসিরি পেরেরা, যিনি ‘কেলেহেলবাড্দারা পদ্মে’ নামে বেশি পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আদালতের ভেতরে এক প্রতিদ্বন্দ্বীর হত্যাকাণ্ড সংগঠিত করেছিলেন।

গ্রেপ্তারকৃত ছয়জনই ইন্টারপোলের কালো তালিকাভুক্ত ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ৮০টি গ্যাং-সংশ্লিষ্ট গোলাগুলির ঘটনায় ৪২ জন নিহত হয়েছে।

উইরাসুরিয়ার মতে, প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি ও সংগঠিত অপরাধ দমনের অঙ্গীকার করায় গ্যাং নেতারা শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, “অপরাধী গোষ্ঠীগুলো আর আগের মতো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাচ্ছে না। এ কারণেই তারা এখন বিদেশ থেকে কর্মকাণ্ড চালাচ্ছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন