Ridge Bangla

ইধিকা ‘বাংলার ক্রাশ’: দেবের প্রশংসা

সময়টা বেশ ভালো যাচ্ছে টলিউড অভিনেত্রী ইধিকা পালের। যে ছবিতে হাত দিচ্ছেন, তা সাফল্য পাচ্ছে। টলিউডে কানাঘুষা রয়েছে, তিনি নাকি ‘লাকি চার্ম’! এবার এই প্রশংসার ঝড় এল টলিউড সুপারস্টার দেবের পক্ষ থেকে। সম্প্রতি দেব ইধিকা পালকে ‘খাদান’ সিনেমার জন্য সম্বোধন করেছেন ‘বাংলার ক্রাশ’ হিসেবে।

টেলিপর্দা থেকে শুরু হলেও ইধিকা স্বল্প দৈর্ঘ্যের অভিনয় করেও বড়পর্দায় নিজের জায়গা তৈরি করেছেন। কখনও তিনি বাংলাদেশের ‘প্রিয়তমা’, আবার কখনও এপার বাংলার ‘কিশোরী’ হিসেবে দর্শকের নজর কেড়েছেন। ‘খাদান’ ছবির পর দেবের বিপরীতে আরও দুই সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে ইধিকাকে। প্রথমটি হলো ‘রঘু ডাকাত’, এবং দ্বিতীয়টি ‘প্রজাপতি ২’।

রোমান্টিক নায়িকার খোলস ছেড়ে ইধিকা পাল ইতিমধ্যেই ভিন্ন স্বাদের সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপ’ সিনেমার ট্রেলারে সোহম চক্রবর্তীর সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। বুধবার রাতে ট্রেলার শেয়ার করে দেব ইধিকাকে প্রশংসায় ভাসিয়েছেন। দেব সেখানে সোহমকে ভাই সম্বোধন করার পাশাপাশি ইধিকাকে ট্যাগ করে ‘বাংলার ক্রাশ’ বলেছেন। পাল্টা উত্তর দিয়েছেন ‘কিশোরী’, এবং দেবকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ‘খাদান’ ছবির পর দেব-ইধিকার রসায়ন নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ও কৌতূহল তৈরি হয়েছে। মাঝে শোনা গিয়েছিল, ‘প্রজাপতি ২’-এ ইধিকা বাদ পড়বেন। কিন্তু সব জল্পনা নস্যাৎ করে দেব-মিঠুনের ব্লকবাস্টার সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা গিয়েছে। ‘রঘু ডাকাত’-এর টিজারেও ‘সৌদামিনী’ ভূমিকায় নজর কেড়েছেন। এবার ‘বহুরূপ’-এর মাধ্যমে ইধিকা আরও শক্ত অবস্থান তৈরি করতে চলেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন